Saturday, July 6, 2013

RISHIO26@GMAIL.COM

#### " দুঃখ সুখ " ####

সুখ যদি সদা বুকে ধরে রাখি
দুঃখ কি বৈরাগী হবে ।
গেরুয়া বসনে বাউলে সুরে
হৃদয় হারাবার গান গাবে ।
সবাই যদি সুখী হতে চাই
দুঃখ কোথা যাবে ?
সে কার হবে ?
সবাই যদি হাসতে থাকে সুরে
হাসির কি দাম রবে ?
সে তো হারিয়ে যাবে ।
হারাবার কথা যদি বলি
দুঃখ সেথা রবে ।
দুঃখ বিনার সুখের
কে দাম দিয়েছে কবে ।
দুঃখ সুখ সদা
এ জীবন মাঝে রবে ।
তবে না এ জীবনে
সুখের কদর হবে । 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...