Saturday, July 6, 2013

RISHIO26@GMAIL.COM

#### " দুঃখ সুখ " ####

সুখ যদি সদা বুকে ধরে রাখি
দুঃখ কি বৈরাগী হবে ।
গেরুয়া বসনে বাউলে সুরে
হৃদয় হারাবার গান গাবে ।
সবাই যদি সুখী হতে চাই
দুঃখ কোথা যাবে ?
সে কার হবে ?
সবাই যদি হাসতে থাকে সুরে
হাসির কি দাম রবে ?
সে তো হারিয়ে যাবে ।
হারাবার কথা যদি বলি
দুঃখ সেথা রবে ।
দুঃখ বিনার সুখের
কে দাম দিয়েছে কবে ।
দুঃখ সুখ সদা
এ জীবন মাঝে রবে ।
তবে না এ জীবনে
সুখের কদর হবে । 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...