### "ভালোবাসি বলবো না" ### লেখক : ঋষি | |
আজ আর লুকিয়ে তোমায় দেখবো না । অলিগলি ঘুরে তোমার বাড়ির চারপাশে চক্কর দেব না তোমার জন্য । আজ ভালবাসার বন্ধ জানলাটা খুলে গেছে তোমায় ভালোবাসি বলবো বলে যেখানে ছিল সব ত্রাস আর আশঙ্খা ছিল কিছু সাজানো স্বপ্ন । যেখানে আমাদের এক চালার ঘর ছিল কিছু সাজানো অভিমান । সাজানো অলংকারে সাজানো সমাজের ছিল না বোঝা প্রতিদান । তবু জানতাম তুমি সব জানো ,তুমি সব বোঝো । কিন্তু জানতাম না সব মিথ্যা ,সব ফাঁকি । সব সাজানো ,সাজানো তোমার হাসি আর তোমায় আমি ভালোবাসি বলব না । খোলা জানলার এপারে আমি চোখে চোখ রাখি নিজের সাথে । যেখানে তুমি আমায় দেও ফাঁকি হাসতে থাকো ভালবাসার কথায়। আর আমি হাসতে থাকি পোড়া মনের ব্যাথায় । উড়ে যায় আমার জমানো স্বপ্নগুলো শ্মশানের পড়ে থাকা ছায়ে। আমি পড়ে থাকি সময়ের সাথে সময়ের ব্যাথার না বলা স্পর্শে আর আমি তোমায় ভালোবাসি বলবো না । |
Sunday, July 21, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment