Monday, July 29, 2013

RISHI026@GMAIL.COM

 ### " মাটির আদর " ###
লেখক : ঋষি
************************
মেঘলা বেলায় কয়েক ফোঁটা বৃষ্টি
মেঘের বুক ছেড়ে নেমে আসে
মাটির আদরে ।
আর তুমি
কয়েকটা ফেলে আসা মুহূর্ত
কখন যে নেমে আসে হৃদয় থেকে
কাগজের নৌকায়।
আর তুমি
বেঁচে থাকো  জীবনের পাতায়
জল টলমল  করে কচুরি পাতায়
এক দমকা হওয়ায় ।
আর তুমি
উপচে পরে চোখের জল
ভাসিয়ে দিয়ে সংসার সীমান্তে
অন্তরিত স্বপ্নের ।
আর তুমি
হাসতে থাকো  কি করে
ভাসিয়ে দুকুলে উপচে পরা
কষ্টের হৃদয়ে ।
আর তুমি
চলে যাও কি করে
পাড়িয়ে দিয়ে বৃষ্টির পবিত্র কনা
সার্থক প্রেমে ।
আর তুমি
মেঘলা বেলায় কয়েক ফোঁটা বৃষ্টি
মেঘের বুক ছেড়ে নেমে আসে
মাটির আদরে ।
***********************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...