Saturday, July 20, 2013

RISHI026@GMAIL.COM

GOOD EVENING FRIENDS,,,,,,,,,,,,,,,,,,,
#### " প্রেম এসেছিল " ####
লেখক : ঋষি
*********************************
 প্রেম সেতো ছুয়েছিল একবার
কোনো বৃষ্টির দিনে সিক্ত বসনে
হাতের সাথে হাত।
হৃদয়ের ভিতরে স্বপ্ন
স্বপ্নের ভিতরে ভবিষ্যত
ভবিষ্যতের কল্পনায় উড়ছিল
আমার আগুনে স্বপ্নের লাল পাখি ।
কখন যে উড়ে চলে গেলো জানি না
প্রেম এসেছিল
কিন্তু বুমেরাং হয়ে ছুয়ে চলে গেলো ।
এক্কা দোক্কার জীবনের
কোনো আলাদিনের আশর্য প্রদীপ
কোনো জিনির কল্পনার প্রাসাদে
আমি,তুমি আর আমাদের প্রেম
জন্ম নিয়েছিল ।
কিন্তু তারপর কোথায় যে ভেসে গেলো
কোথায় কোন দুরপাহারী জোত্স্নায়
ধবল গাভীর মত ঘাস খেলো।
সবার মতো পাওয়ার আনন্দে গা ভাসালো
তারপর চলে গেলো তাড়াহুড়ো করে
যে পথে এসেছিল সেপথে গেলো চলে।
প্রেম সেতো এসেছিল একবার !!!
****************************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...