Friday, January 10, 2014

RISHI026@GMAIL.COM


ইতিহাসে কাচা আমি
.........ঋষি

এইভাবে ঠিক এইভাবে
নিঃস্ব  হয়েছি আমি।
আলাদিনের প্রদীপটা যতদিন ছিল
বেশ তুমি জ্বলছিলে
আশ্চর্য সে হাসি আমার বুকে।
আশর্য প্রদীপ
কিন্তু আমি ভাবি নি
ও মোমের আলো, গলতে গলতে
কখন যে পুড়ে শেষ হলো।
পুড়ে গেলাম আমি
আমার হৃদয়ের আবৃত পোড়া দাগে।

কিছুটা কুড়িয়ে  পাওয়া  শিশুর লোভ
কিছুটা অলক্ষ্যে বদলানো জীবন ইতিহাসে।
বড্ড ভুল করলাম
তুমি জানতে বোধয় ,
আমি ইতিহাসে কাচা বরাবর।
বাবরের সৌজন্যে মুঘল সাম্রাজ্যের স্মৃতি সৌধ হৃদয়ে
আমি গড়তে চাই নি।
আমি হতে চাই নি সিরাজদৌল্লা তোমার বিরহে
আমি বীর তিতুমীর
যার মৃত্যুতে ভয় নেই কিন্তু তোমাকে হারাবার ভয়।


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...