Wednesday, January 29, 2014

RISHI026@GMAIL.COM

সভ্যতার ফুটপাথ
..................... ঋষি

ফুটপাথের বাসি পরে থাকা রুটিতে
খিদের দাগ স্পষ্ট ।
স্পষ্ট রক্তের দাগ মনুষ্যত্বের
ছোট ছোট বাড়ানো  হাতে  ।

চোখের আড়ালে , ইছছাকৃত মুখোসের আড়ালে
দু এক ফোঁটা রক্তের বিন্দু ঝরে রোজ।
মাথা ঠোকে শতাব্দীর জমানো লজ্জা
আর রাজনৈতিক কোটায় মুখে রাজভোগ ।

ইতিহাসের যীশু আজ ফুটপাথের হলুদ আলোতে মরছে
মরছে কত মশা মাছি রোজ ।
অশিক্ষা ,জন্মান্ধতা , দারিদ্রতার কবলে পরে
ধুঁকছে সভ্যতা আর বাড়ছে সভ্যতার বোঝ  ।

নতুন কি এ শ্মশানে শুধু লোভের আগুন
ফুটপাথে ছড়ানো হাহাকার আর তৃষ্ণা  ।
তার মাঝে আমরা অহংকৃত সভ্যতার দালাল
বাসি রুটির ফুটপাথে , খিদের কথায় আমাদের বিতৃষ্ণা ।

ইতিহাসের যীশু দেখো মিটি মিটি হাসছে
পুড়ছে মনুষ্যত্ব সভ্যতার দ্রুতগামী জেটে ।
আর আসছে এক অন্ধকার সময়ের পাপে
ফুটপাথ বাড়ছে আর খিদে সভ্যতার পেটে ।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...