Wednesday, January 29, 2014

RISHI026@GMAIL.COM

সভ্যতার ফুটপাথ
..................... ঋষি

ফুটপাথের বাসি পরে থাকা রুটিতে
খিদের দাগ স্পষ্ট ।
স্পষ্ট রক্তের দাগ মনুষ্যত্বের
ছোট ছোট বাড়ানো  হাতে  ।

চোখের আড়ালে , ইছছাকৃত মুখোসের আড়ালে
দু এক ফোঁটা রক্তের বিন্দু ঝরে রোজ।
মাথা ঠোকে শতাব্দীর জমানো লজ্জা
আর রাজনৈতিক কোটায় মুখে রাজভোগ ।

ইতিহাসের যীশু আজ ফুটপাথের হলুদ আলোতে মরছে
মরছে কত মশা মাছি রোজ ।
অশিক্ষা ,জন্মান্ধতা , দারিদ্রতার কবলে পরে
ধুঁকছে সভ্যতা আর বাড়ছে সভ্যতার বোঝ  ।

নতুন কি এ শ্মশানে শুধু লোভের আগুন
ফুটপাথে ছড়ানো হাহাকার আর তৃষ্ণা  ।
তার মাঝে আমরা অহংকৃত সভ্যতার দালাল
বাসি রুটির ফুটপাথে , খিদের কথায় আমাদের বিতৃষ্ণা ।

ইতিহাসের যীশু দেখো মিটি মিটি হাসছে
পুড়ছে মনুষ্যত্ব সভ্যতার দ্রুতগামী জেটে ।
আর আসছে এক অন্ধকার সময়ের পাপে
ফুটপাথ বাড়ছে আর খিদে সভ্যতার পেটে ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...