Wednesday, January 22, 2014

RISHI026@GMAIL.COM

ষড়যন্ত্র জীবন
>>>ঋষি

এখন আর আকাশকে ভাবি না
বড্ড মেকি লাগে ।
গুড়ি গুড়ি প্রেম বৃষ্টির বেলাল্লাপানায়
নিজেকে কেমন ষড়যন্ত্র মনে হয়
তাই তো আর তোমাকেও ভাবি না ।

কলেজ গেটের সিঁড়ির উপর দুরন্ত বিকেলে
তোমাকে ঢুকিয়ে নিয়েছিলাম বুকের ভিতরে ।
আসলে ভুলটা আমার
কখনও বলি নি তুমি আমার আকাশ ।
কখনও নিজের মতো তোমাকে চাই নি
তাইতো আজ এলোমেলো আমি ।

কেটে গেছে বেশ কিছু  বছর
বুকের পাথর ভাঙার পর যখন জীবন ভাঙে ।
পড়ে থাকে পথের উপর জীবন নুড়ির মতো
তখন বৃষ্টি নামে আকাশ থেকে
নোনা বৃষ্টি ,নোনা ঠোঁটের স্বাদ
বিরক্তি ষড়যন্ত্র এ জীবন ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...