Wednesday, January 15, 2014

rishi026@gmail.com

হারিয়ে যাওয়া মানে ভুলে যাওয়া
.... ঋষি

রোজ কিছু জ্বলন্ত অঙ্গারে নিজেকে পোড়ায়
প্রায় চলে যায় নিস্তব্ধ পাঁচিলের ওপারে
যেখানে শব্দগুলো সব জীবাশ্মের মত
বড় ঠুনকো সম্পর্কের মত
মিশে যেতে চাই ,পুড়ে যেতে চাই
চলে যেতে চাই ,হারিয়ে  যাওয়ার পথে

এক একটা যুগের অবসানে
নতুন সভ্যতা আসে  ,আকর্ষনীয় রঙিন সভ্যতা
ওটাই মর্ডান সবার কাছে
কালকের মানুষের মনের নায়িকে
আজকে পানসে দিনে রাতে
অন্ধকার প্রেক্ষাগৃহে জনকলোরব শুন্য
সিন্ধু সভ্যতা মাটির নিচে

রোজ কিছু জ্বলন্ত অঙ্গারে নিজেকে পোড়ায়
অনেকটা পড়ন্ত আগুনে লাল লোহা
বড় উত্তপ্ত সেই সময়ে
ছাল চামড়ার সাথে কিছুটা সময়
নুন ছেটানো পুরনো চেতনায় নতুনের সাথে
আসলে হারিয়ে যাওয়া মানে ভুলে যাওয়া 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...