Saturday, January 18, 2014

RISHI026@GMAIL.COM

চিরদিনের  গান
.........ঋষি

এতদিনের আমার এই গান
এই গান শুরু ,বুক দুরু দুরু
কোথাই শুরু ,কোথাই যে তার শেষ।

এই তো বেশ
সামনে ইমেল , বড্ড  যে তেল।
পথের উপর অদলবদল
এই তো আদর , এই তো আদর। ..

এই তো শুরু
ফোনটা হাতের উড়ু উড়ু ।
সার্কাসের সব মার্কা মারা হাসি
লাফিয়ে  পড়ে জড়িয়ে ধরে
অন্তরের সেই স্বপ্নময়ী বাঁশী ।

তারপরেতে আরও মজা
খুঁজতে যাওয়া একসাথে এক সাগর ।
সাগর তীরে স্বপ্ন তরী
হৃদয়ে তখন ভালোবাসার আঁতোর  ।
উড়তে থাকা ,উড়তে থাকা
চোখে তখন ভালোবাসার  বাসর ।

টোপর তখন  নিজের মতন
চিরদিনের আমার এই গান ।
ভালোবাসা ভালোবাসা
মদ্যপ এক নেশায় থাকা
কোথাই শুরু ,কোথাই যে তার শেষ ।
এই গান শুরু ,বুক দুরু দুরু
ভালোবাসা চিরদিনই বেশ ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...