Saturday, January 18, 2014

RISHI026@GMAIL.COM

চিরদিনের  গান
.........ঋষি

এতদিনের আমার এই গান
এই গান শুরু ,বুক দুরু দুরু
কোথাই শুরু ,কোথাই যে তার শেষ।

এই তো বেশ
সামনে ইমেল , বড্ড  যে তেল।
পথের উপর অদলবদল
এই তো আদর , এই তো আদর। ..

এই তো শুরু
ফোনটা হাতের উড়ু উড়ু ।
সার্কাসের সব মার্কা মারা হাসি
লাফিয়ে  পড়ে জড়িয়ে ধরে
অন্তরের সেই স্বপ্নময়ী বাঁশী ।

তারপরেতে আরও মজা
খুঁজতে যাওয়া একসাথে এক সাগর ।
সাগর তীরে স্বপ্ন তরী
হৃদয়ে তখন ভালোবাসার আঁতোর  ।
উড়তে থাকা ,উড়তে থাকা
চোখে তখন ভালোবাসার  বাসর ।

টোপর তখন  নিজের মতন
চিরদিনের আমার এই গান ।
ভালোবাসা ভালোবাসা
মদ্যপ এক নেশায় থাকা
কোথাই শুরু ,কোথাই যে তার শেষ ।
এই গান শুরু ,বুক দুরু দুরু
ভালোবাসা চিরদিনই বেশ ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...