Monday, January 6, 2014

RISHI026@GMAIL.COM


পরম প্রিয় প্রেম
................ ঋষি

পরম প্রিয় প্রেম
যা লিখি তা যদি প্রেমপত্র হয়
তবে প্রেমের চুম্বনে তোমার স্পর্শ কই কলমে  .
রোজনামচার খুঁচিয়ে করা ক্ষত
আর যা হোক প্রেম নয়।
আকাশের চাপা ফাক্যাসে আলোয়
আর যা থাকুক স্বস্থি নয়।
তবে পরম প্রিয় প্রেম
তুমি কোথায়?

সেদিন বৃষ্টির সকালে কাঁঠালের আঠা চোখে
সামান্য একটু আলো খুজছিলাম বিছানার চাদরে।
নিঃস্ব ,নির্বাক এক অদৃষ্টের আলো
সে এলো সাথে নিয়ে রুমঝুম বৃষ্টি।
চোখের পাতায় একটু স্বপ্ন
বৃষ্টির সকালে বৃষ্টি হয়ে এলো চোখে।
পরম প্রিয় প্রেম
তোমার স্পর্শে এমন হয় জানা ছিল না ,
আসলে জানা ছিল না তোমার স্পর্শ।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...