Thursday, January 23, 2014

RISHI026@GMAIL.COM

খিদের পাণ্ডুলিপি
......ঋষি

অভ্যস্ত হাতের রেখায়
তাল হারানো শত শব্দের ঢেউ ।
জীবন্ত ফুটপাথে লেখা
খিদে আর অন্ধকার কেউ ।

হাত বাড়িয়ে কাকে ছুঁই
কাকে রাখি মূল্য সাইরেনের সাথে ।
কাকে নিয়ে মাটিতে শুই
জমা ছাই পোলাও মাংসের পাশে ।

হাতছানি দেয় খিদের আঙুল
আকাশ যেন একরাশ খোলা ছাদ ।
ভালো থাকার মানে গুলো সব ফ্যাকাসে
মেঘ জমেছে ,হৃদয়গুলো কেটে বাদ ।

সময় যায় শতক আসে
হাওয়ায় সাথে বাড়ে বারুদের ঝাঁঝ ।
অন্ধকারের হাতদুটো যে আগুনে
বেলা যায় কেটে ,ক্লান্ত মানুষের কাঁধ ।

খিদের মানে জীবন যদি হয়
খিদের কাছে , জীবন ত্রস্তময় ।
আলো , অন্ধকারে তফাত কিছু নেই
খিদের কাছে গোলক কালো হয় ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...