Monday, January 6, 2014

RISHI026@GMAIL.COM


পৃথিবীর পথে
............ ঋষি

সবাই আছে নিজের মত
রঙিন হয়ে ,
তুই ও রঙিন হ।
সবাই যদি হাসতে পারে নিজের মত
বাঁচতে পারে ইচ্ছে মত।
তুই কেন মরবি তবে
তুই জীবিত
 কিন্তু নিজে তো জীবিত হ।

আজ কাল পরশুর কারণগুলো তোর
জড়িয়ে গেছে।
ডুবো পাহাড়ে কোথায় তা হারিয়ে গেছে
সামনে দেখ ,আরো সামনে।
সকালের আলো ছড়াছড়ি
রাত্রির শেষ নিশানা পেরিয়ে
এগিয়ে যা ,শোন আরো এগিয়ে যা।

কোনো এক স্বপ্ন গলির অন্ধ প্রেমিক
আমি জানি তুই হাসতে পারিস।
বাঁচতে পারিস ,পাগলী তুই
কিসের বাঁধন, কিসের ভয় ?
পৃথিবী আছে পৃথিবীর  পথে
তুই সেই পথে তে এগিয়ে যা।
আসবে সময় তোর পিছনে
সব বাঁধন তুই কাটিয়ে যা।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...