Sunday, January 12, 2014

rishi026@gmail.com


অন্যায় জীবন
........ ঋষি

মৃত্যুকে আগলে রেখেছি আমি
বুকের কাঠের দরজায় ইচ্ছার খিল মারা
আর কিল মারা নিজের অভিশপ্ত অস্তিত্বের গায়ে।

রোজনামচার আধুনিক মডেলগুলো
পত্রিকার পাতায় লেগে থাকা সুড়সুড়ি
খুব অন্যায় এ জীবনের বেঁচে থাকা।

ক্রমাগত মূল্যস্ফীতি ,মানবিক যাতনায়
আর অপরাহ্নের আলোয় দেখা প্রেয়সীর মুখ
এক স্বপ্ন আর স্বপ্নের মৃত্যু।

বুকের খাঁচায় আগলে রাখা স্নেহ ,মায়া  আর প্রেম
যাতনাদায়ক অভিসন্ধি নিশির ডাক
পাখির নীড়ে লেগে থাকা রক্তের দাগ।

সবটাই ভন্ড কোনো সুন্দরী নারীর গায়ে
খোলা ফুটপাথে নোংরা ছবি
তুমি আমি মুখথুবড়ে ভন্ড ছবি।

মৃত্যুকে আগলে রেখেছি আমি
খুব অন্যায় এই বেঁচে থাকা অভিসন্ধি
আর আগলে রাখা জীবন পাতায় পাতায়।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...