Monday, January 6, 2014

RISHI026@GMAIL.COM


দ্বন্দ শরীর ও মন
.......... ঋষি

তোর শরীর নিয়ে খেলার মত ইচ্ছা আমার নেই
শরীর তো মনের সাথী।
মন যেখানে শরীর সেখানে যায়
আমি তো মনটা চেয়েছি।
শরীর তো বিক্রী হয় তুই জানিস বোধ হয়
কিন্তু মন হয় না।
আর আমি শরীর না মনটাকে চিনি
আমি জীবন নয় হৃদয়টাকে চিনি।

তাই তো এত কষ্ট ,তাইতো এই একাকিত্ব
আমি সময়ের পথিক।
সময় আমার গালে চুমু খায় যখন তখন
আবার কখনো দেই পুড়িয়ে নিজের মতন.
তবু আমি হাসি আমি ,জানিস মন
তোর জন্য ,তোর হৃদয়ে আমি বাঁচি।
আর তুই বাঁচিস
আমার রোজকার চোখের পাতায়।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...