Sunday, January 26, 2014

rishi026@gmail.com

শুধু তোমার জন্য
............. ঋষি

তোমার এই রূপ আমায় বিভোর করে মন।
সকালের একঘেয়ে সোনালী রৌদ্র
তোমার এই হাসি ,তোমার কাজল মাখা মায়া
আমায় নতুন করে ভালোবাসতে শেখায় জীবনকে।
তোমার জন্য ,শুধু তোমার জন্য
তোমায় ভালোবেসে।

দৈনন্দিন উপার্জিত ক্ষুদ্র উপহাসে
কিছুটা হলেও শান্তি দেয়
তোমার কলকলে ধ্বনি।
ঠিক যেন কোনো শান্ত জলপ্রপাত
আমাকে ভেজায় ,আমাকে লুকিয়ে নেই
প্রেমের আঁচলে।

মন তুমি যখন বারান্দায় গিয়ে দাঁড়াও।
আমি আড়াল থেকে দেখি তোমায়
এক অপূর্ব আলো ভরে যায় হৃদয়ে।
আমার দরজা ,আমার জানলা
সব খুলে যায় তোমার হাসিতে
আমি পাগল প্রেমিক তোমার প্রেমে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...