Friday, January 24, 2014

rishi026@gmail.com

মেঘলা আকাশ
......... ঋষি

বৃষ্টি এখানে লেগে বারো মাস
আলাদা করে বলার নেই কিছু
একলা ঘরে একলা আমার বাস ।

রৌদ্র যখন লুকিয়ে পরে ঘুমে
বৃষ্টি নামে হৃদয় ঘরে মেঘ ।
কুয়াসার মেঘ মাটির মাথা চুমে
চোখের কথা জ্বালা আর উদ্বেগ ।

আলাদা করে বলার নেই কিছু
যতটুকু এই  প্রাণটাই সম্বল ।
হৃদয়ে যখন নতুন মেঘ জমে
ধুলোর মেঘে মস্তিষ্কে তাণ্ডব ।

আসলগুলো ঘোর লেগে হয় ফ্যাকাসে
কালের ঘরে লেগেই থাকে শনি ।
প্রলয় নাচন দুন্দভি ভৈরব
বৃষ্টি এলে ভেজায় মাটি জানি ।

বৃষ্টি এখানে লেগে থাকে বারো মাস
আলাদা করে বলার নেই কিছু
জীবন শব্দে আমার এখন ত্রাস ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...