Friday, January 24, 2014

rishi026@gmail.com

মেঘলা আকাশ
......... ঋষি

বৃষ্টি এখানে লেগে বারো মাস
আলাদা করে বলার নেই কিছু
একলা ঘরে একলা আমার বাস ।

রৌদ্র যখন লুকিয়ে পরে ঘুমে
বৃষ্টি নামে হৃদয় ঘরে মেঘ ।
কুয়াসার মেঘ মাটির মাথা চুমে
চোখের কথা জ্বালা আর উদ্বেগ ।

আলাদা করে বলার নেই কিছু
যতটুকু এই  প্রাণটাই সম্বল ।
হৃদয়ে যখন নতুন মেঘ জমে
ধুলোর মেঘে মস্তিষ্কে তাণ্ডব ।

আসলগুলো ঘোর লেগে হয় ফ্যাকাসে
কালের ঘরে লেগেই থাকে শনি ।
প্রলয় নাচন দুন্দভি ভৈরব
বৃষ্টি এলে ভেজায় মাটি জানি ।

বৃষ্টি এখানে লেগে থাকে বারো মাস
আলাদা করে বলার নেই কিছু
জীবন শব্দে আমার এখন ত্রাস ।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...