Thursday, January 30, 2014

RISHI026@GMAIL.COM

খেয়ালি জীবন
..................... ঋষি

জীবনের সব অশনি সংকেত মাড়িয়ে
এক ক্ষুদ্র হৃদয়ের আশায়
হাত গুণী
স্বপ্নিল ভালোবাসার আশায় ।

বারে বারে ভুলি তৃপ্তি মাখানো নেই
লোভ লালসায় ।
বারে বারে করি একি ভুল
লোক লজ্জায় ।
সৃষ্টি নিয়মের বাইরে এক গোলক
যার আপাদমস্তক মোড়া মিথ্যা শয্যায় ।

রাম , শ্যাম ,যদু ,মধু
সবাই ছিল আর থাকবে সম্পর্কে ।
করতাল বাজাবে সবাই পরে গেলে
কাঁদবে কেউ কেউ মরে গেলে ,
কিন্তু হাসাবে না কষ্ট হলে ।
একটা জীবন বাঁচো তাই
ফিরবে না সে চলে গেলে ।

সব জানি সব বুঝি তবু ভুলের পাহাড়
পাহাড়ের উপর মাটির তিরী দেয়াল ।
বড্ড নরম যে হৃদয়ের মাটি
জীবন এ হাসা কাঁদা তোর খেয়াল ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...