Friday, January 3, 2014

rishi026@gmail.com


প্রথম আলো
............ ঋষি

অনেকদিন পর আজ সকাল হলো
চোখের পাতায় সূর্য স্পর্শ।
সবুজ আর সবুজ চারিধার
আরো দূর ,,আরো দূর সকালের আলো।

ক্যাকটাসের গা ছুঁয়ে গড়িয়ে পড়া বেদনা
মরুভূমির ছাদে রাখা স্তব্ধতা।
কান পেতে শোনো
সকালের আলোয় সুমেরুর নিস্তব্ধতা।

হাসছ কেন ?
হেসো না এমন।
চোখ খুলে দেখো ,,চোখের আলোয়
যাকে লাগিয়েছি দিনে রাতে।

এ এক সত্য একমুঠো আলো
আর আলোয় তুমি ,তোমার মুখ।
এক চির সত্য আমার জীবনে
প্রথম আলোয় দেখা তোমার মুখ।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...