Friday, January 10, 2014

rishi026@gmail.com


ঘুম নেই চোখে
.........ঋষি

ঘুম নেই চোখে ,নিঃঝুম চারিধার
বারান্দায় গিয়ে দাঁড়ায়।
না ওখানে দাঁড়িয়ে আছে পথের দুঃখগুলো
পথ চলে যায় এপাশে ওপাশে
কোথায় মেলে ,,,,কবে কোন মাসে।

সিলিঙের উপর তারা গুনি
তারার উপরে নীল আকাশ ভীষণ গভীর।
তারপরে ,,,তার আর পর নেই
দুর ছাই,,, তারাদের কোলে ঘুমোতে চাই।
তারাদের গায়ে আদর করি ,,জড়িয়ে ধরি
ধুর কেন গড়িয়ে পড়ি বারংবার,,,,,বারবার।

জানলার ওপারে নিল আকাশ
জ্যোত্স্না বেয়ে রেলিং ,,,আমার উপর।
হাসছে যে ,,,,জ্যোত্স্না
কবে কোথায় শেষ ঘুমিয়েছিলাম মাঝরাতে
কোথায় ঘুম নেই চোখে আজরাতে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...