Thursday, January 16, 2014

rishi026@gmail.com

প্রেমের সাথে
....ঋষি

তোমার বিনীদ্র রাত্রিরে
কোথায় যেন আমি আছি এই গোলকে
বুকের সাদা পাতায় প্রথম নাম
কোথায় যেন ঢাকা আছে গোলাপ পাতায়
কিছুটা অবিকৃত হলেও
প্রেম যে বাঁধা যায় না কৃষ্ণের বাঁশিতে
ঘরে পোড়া রাধা ,বাধা মানে না
ছিঁড়ে যায় শুকিয়ে যাওয়া গোলাপ পাতার
অনভিজ্ঞ নতুন অভ্যাসে

তোমার সাথে দেখা হয়নি বহুদিন
পেরেক পুঁতে হৃদয় ঝোলানো নামটা
আজকাল ভাসতে থাকে মস্তিষ্ক ক্ষরণে
কিছুটা এলোমেলো আদুরে বাতাসের স্পর্শ
ছুঁয়ে যায় তোমায় আমায় একসাথে
কিন্তু জোড়া যায় না দুমুখো পথের
আলাদা হৃদয়গুলো একসাথে
মানি আমি বেঁচে আছি তোমার সাথে এই গোলকে
কিন্তু স্পর্শে নয় হৃদয় গভীরে একসাথে

এই তো বেঁচে থাকা , আমার তোমার
প্রেমের সাথে

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...