Wednesday, January 8, 2014

RISHI026@GMAIL.COM


ও কি লো সমাজের চোখ
.......... ঋষি

জন্মান্তরে প্রবাহিত পাপ
গভীর থেকে গভীরে অনাবৃত ,চোখের আড়ালে।
ও কি লো সমাজের চোখ
তোরা আমায়  কি ভাবিস সত্যি করে বল।
একটা মেয়েছেলে ,,,আর একটা শরীর তো
অনাবৃত শরীরের চামড়ার গভীরে ,উরুর নিচে
জমি জংলা ,পাহাড় পেরিয়ে
খিদের দেশে আমার স্বপ্ন।

কি আসে যায় কি বলিস ,,,  একটা  যন্ত্র আমি
কি হবে শুনে।
এখানে,এ পাড়ায়, এ গলিতে
আমার মত আরো আছে
কি হবে নাম জেনে
আসলটা ভুলে গেছি ,,,, শুধু শরীর এখন ।
কি হবে জেনে আমাদের কথা
মৃত শরীরের গল্প ।

তোরা আমায়  কি ভাবিস
শরীর তো ,,,,, কি হবে শুনে।
এ গলিতে জীবন্ত নগ্নতা
শরীর আর শরীরের গোটা শহর
কি হবে জেনে নাম এ শহরের।
তোরা আয় খুবলে খা
শুধু শরীর তো
ও কি লো সমাজের চোখ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...