Sunday, January 12, 2014

RISHI026@GMAIL.COM


আকাশের পথে
............ ঋষি

আমি সপ্তর্ষি মন্ডলের চশমার কাঁচে ছবি আঁকলাম
নিজের মত এঁকেবেঁকে  সেতো গেল তোমার পথে।
রৌদ্রধারায় বৃষ্টি ধরা জল
আল্পনার গায়ে লেগে থাকা যন্ত্রণা
পরে থাকা  বারুদের গন্ধে আমার ঘর।

সবটাই স্তবকে সাজানো রঙিন ফুল
কিন্তু জানো না বোধ হয়
ফুল মলিন হয়।
গোলকের এপার ওপারে দিনরাত্রি আঁকা রয়
আমি কিনা নীহারিকা পুঞ্জে ছোট একটা লেজ।

আমি ঠোঁট জড়িয়ে চুমু দিলাম স্বপ্ন চাঁদে
তুমি পৃথিবীর স্বপ্ন নীল আকাশের গায়ে।
জানো না বোধ হয়
স্বপ্নের পথে স্বপ্তর্ষি মন্ডল দূরবীনের কাঁচে
আর তোমার চোখ আমার স্বপ্ন ফাঁদে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...