Friday, January 17, 2014

RISHI026@GMAIL.COM

ধর্ম মানেই ধার্মিক নয়
............ঋষি

মনে মনে তোকে আমি ঈশ্বর ভেবেছিলাম
কিন্তু ঈশ্বর কখোনো নেমে এসে ধর্ম হবে না।
খোল , করতাল , প্রদীপ ,ম্যাজীশটিক মোমবাতি
সব পুড়বে ,জ্বলবে , বাজবে
কিন্তু ভণ্ডামি করে তো আর ধর্ম হবে না ।

সকালের আলোয় যে কন্যা ঘর সংসার সামলায়
তাকে যোনি ভাববে ,আরে ভাবতেই হবে
না হলে ধর্ষণ করে মজা পাবে ন।
আবার তারা মাথা  ঠেকাবে বুক বাজাবে
কিন্তু এমন ধার্মিকদের কিছু বলা যাবে না ।

আমি ধর্মকে বিক্রি হতে দেখেছি ধর্মের দোকানে
আমিও তো ধর্মের নামে বিক্রি হয়েছি বহুবা।
দেখেছি ধর্মের গিলোটিনে বলি হতে অধর্মের খিদে
দেখেছি ফুটপাথে রক্ত শোঁকা বহু জানোয়ার
আসলে এভাবে কিছু বদলায় নি আর বদলাবেও না ।

ধর্ম অধর্মের টাণাপোড়েণে কিছু বদলায় না
ধর্মের পাতায় থাকা পবিত্র বচন অন্তরে থাকে না ।
ধর্মের অগোচরে বাড়ানো অন্ধকার, এক রোগ
একে সারানো দরকার,
না হলে মনে ঈশ্বরের বিশ্বাস থাকে না ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...