Friday, January 10, 2014

RISHI026@GMAIL.COM


ঠিক কত দুরত্বে
...........ঋষি

ঠিক কত পাত পেড়ে রাখব তোমার জন্য
পিতলের থালায় একটু ছাই।
কতবার বলো নিজের বুকের খোলা জানলায়
তোমার মুখটা খুঁজবো।
মায়াবী আলোয় স্বপ্নের রঙে নিজেকে রাঙিয়ে
স্বপ্ন খাব ,স্বপ্ন পড়ব আর স্বপ্নে বাঁচবো।
আমি জানি EXSACT বলে কিছু নেই
প্রেম অভিধানে EXSACT হয় না।
আসলে এই অভিধানের
শান্তি আছে তবে তৃপ্তি নেই।

কিন্তু তবু  তো শেষ আছে
আর কত ভাঙ্গা জাহাজের নাবিক হয়ে
সমুদ্রে  ঘুরে মরব।
নোনা জল চোখে লাগিয়ে ,
নোনা হাওয়ায় চামড়া পুড়িয়ে
জ্বলে মরবো ,পুড়ে মরবো।
ঠিক কত কিলোমিটারে তুমি দাঁড়িয়ে
আমি জানি না ,,,,কিন্তু আদৌ আছ কিনা।
তবে আমি ছুটছি ,,দুরন্ত দৌড়ে
ইঁদুর দৌড়ে ,,তোমায় খুঁজছি।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...