Sunday, January 5, 2014

RISHI026@GMAIL.COM


অচিন্তন
......ঋষি

কিছুটা রহর্ষ  থেকে গেল হৃদয় গভীরে
যা করেছিলাম সবটাই ফাঁকি
মিথ্যা আঁকিবুকি,
খোলা বুকের বোতাম ছেঁড়া ঘরের স্বপ্ন
যদি নগ্ন না হত।
যদি নিত্য না হত মিথ্যা আনাগোনা
কল্পনার রঙে বৌদ্ধ গুম্ফার দরজায় ,
ঘন্টা বাজিয়ে চিত্কার করে বলতাম
আমি মিথ্যা নয় ,আমি স্বপ্ন নয়।

গায়ের চামড়ায় চিমটি কাটা নখে
তোমার রক্ত লেগে,,,,, বিশ্বাস করো.
আমি চাই নি তোমাকে পোড়াতে
আমি আঁকতে চেয়েছিলাম স্বপ্নের রঙে।
কিন্তু কি জানো ,সবটা তোমার নিজের নয়
পুরোটাই তোমার ইচ্ছা নয় ,
ইচ্ছার সাথে রক্তের লোহিতকনিকার বাস
আর স্বপ্নের সাথে শ্বেত ,
আর দুটোই যদি শুকিয়ে যায়।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...