Sunday, January 5, 2014

RISHI026@GMAIL.COM


কবিতার তুমি
..........ঋষি

 নারীকে দ্বিবিভক্ত করে রেখেছি
পিঠে পুলি আর কি ,কবিতা আর তুমি
পিঠে খেলে সয়ে যায় ,না হলে যে বয়ে যায়।

আমার পৌরানিক প্রেমের নারীকে
আমি আগলে রেখেছি ,
এ যেন কুড়িয়ে পাওয়া সাত রাজার ধন।

মেঘে মুলুক্কে শব্দহীন বিস্তীর্ণ হৃদয়ের জল
যা বুনে যায় কলকল ধ্বনি,
আমি শুনতে পাই বেশ ,তোমরা কি পাও ?

কবিতার প্রেম আর প্রেমের নারী
দুজনেই আমার ভীষণ কাছের ,
আমার কলমের রক্তের দাগ গুলো মত।

এ জীবনের পরম প্রিয় নারী প্রেমী
আমি ছিন্নভিন্ন হৃদয় লাশ কাটা ঘরে ,
আমার স্বপ্ন একই তুমি বা কবিতা।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...