Thursday, January 23, 2014

RISHI026@GMAIL.COM

সময়ের হাসি
...... ঋষি

কয়েকটা আধুলি আজও তোলা হৃদয় কুলুঙ্গিতে
কিছুটা যাবার পর পিছে ফিরে দেখার এপারে
গোছ গোছ স্বপ্নের মৃতদেহ পড়ে ।
যাদের অস্তিত্ব আছে কিন্তু প্রাণ  নেই
প্রাণ নেই নির্বাক জীবনের জটিল তারতম্যে ।


আজকাল কারা যেন কড়া নাড়ে
মস্তিষ্কের তিনতলার কুঠরিতে  ।
বারবার সাদা পায়রা উড়িয়ে যায়
কোনও মজলিশে মাতলামি করে সময়
থেমে থাকে লাল চোখে রৌদ্র নিয়ে ।


আমি বারবার এসে দাঁড়ায়
শূন্য হাতে মৃত আধুলির সম্বলে সময়ের কাছে ।
সময় হাসতে থাকে টিক টিক টিক টিক
বড় সস্তা সে
পিছে ফিরবার তার কি দরকার ।

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...