Saturday, January 25, 2014

RISHI026@GMAIL.COM

অনেক কিছু বলার ছিল
......... ঋষি

 আমার অনেক কথা বলার ছিল
বলার ছিল তোমার দুই ভ্রূর মাঝে চাঁদকে।
তোমার আকাশ রঙের শাড়িটাকে
তোমার গোলাপ রঙের বুকের নরম গন্ধে,
তোমার আদুরে লাল ঠোঁটে
আঁকার ছিল আমার তৃপ্তির তৃষ্ণ।।

তোমার চলার ধরনে এক নরম রৌদ্র
সে পথে খুলে রাখার ছিল হৃদয় ।
হৃদয়ের ভিতর গড়ার ছিল স্বপ্ন
স্বপ্নের রঙে তোমায় রাঙিয়ে,
তোমার হাত ধরে চলার ছিল
তোমায় বুকে জড়িয়ে রাখার জন্য ।।

এক অজানা আতঙ্কের সাথে
খোলা জামাড় বোতাম জড়িয়ে কাণ্ণা ।
ট্রেনের ষ্টেশন ছেড়ে যাওয়া সাথে
হৃদয় ভুলিয়ে রাখার বায়না ।
আমার যা কিছু সব বলার ছিল
সেগুলো কে আর ভুলিয়ে রাখা যায় না।।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...