Monday, January 27, 2014

RISHI026@GMAIL.COM

ঈশ্বরের মুখোমুখি আমি
..................... ঋষি

না না বিশ্বাস করবো না তোমাদের ।
যখন বসিরহাটে চারটে জানোয়ার দিনদুপুরে
একজন কলেজ ছাত্রীকে ছিঁড়ে খেলো
তখন কোথায় ছিলে তুমি ।
যখন হাস পাতালের সামনে একজন মা
শিশুর রক্তের জন্য গড়াগড়ি খেলো
তখন কোথায় ছিলে তুমি ।
ফুটপাথের খিদে , অন্ধকার পৃথিবী , রোজকার অপমানে
কোথায় থাকো তুমি ,কার পাশে ।

লজ্জা করে না তোমাদের, আজ বিশ্বাস চাও
লজ্জা করে না তোমাদের শক্তিশালী ঈশ্বর ।
সময় মতো মন্দির ,মসজিদ,চার্চে
তোমাদের আরাধনা ।
তোমাদের সাক্ষী দেই ধর্মের কাগজগুলি
মা ,বোন ,কত মানুষ নির্ভর করে তোমার উপর ।
আর তোমরা শুধু দেখতে থাকো
তোমাদের কি করার কিছু নেই
তোমরা কি এতোটাই নিলজ্জো  ।

না না বিশ্বাস করবো না তোমায়
সে প্রশ্ন নেই ।
আগে বদলাও গিয়ে মানুষের হৃদয়
আগে দুর করো সাধারণের কষ্ট ।
আগে সত্যি কারের বিশ্বাসী হও
তবে মানবো তোমায়  ।
তোমার স্মরণ  করবো দিনে রাতে
আগে বদলাও নিজেকে ।
তার আগে তোমাদের বিশ্বাস করবো না ।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...