Friday, January 10, 2014

RISHI026@GMAIL.COM


নিজেকে খোঁজা
..... ঋষি

কখন ,কোথায় আর কিভাবে
খুঁজে পাব নিজেকে জানি না।
হেঁটে চলেছি নক্সী কাঁথা মুড়ে অবেলায়
চলার পথে কাঁটা তার বাঁধা
আর রক্তাক্ত পদচরণ দিনে রাতে।

স্বপ্ন নদীর ওপারে ঘরে
কে  আছে অপেক্ষায় ,,জানি না।
সময় আর সময়ের ভিড়ে আঁকড়ে রাখা মুখগুলো
অন্তর দাহে পুড়তে থাকা কষ্টগুলোর
নাম জানি না ,,,তবে নাম আছে একটা।

ফুটপাথে পরে থাকা নিয়ন আলো
বড় আদুরে আলিঙ্গন হৃদয় গভীরে।
ছড়িয়ে,ছিটিয়ে থাকা জীবনের খিদের আবদার
একঘেয়ে নাম না জানা ইচ্ছাগুলো
বড় বিরক্তিকর জীবনের পথ চলা।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...