Monday, January 6, 2014

RISHI026@GMAIL.COM


ইচ্ছের ইচ্ছে
...ঋষি

ইচ্ছে হলো আলোর মত
যাকে স্পর্শ করা যায় না ,শুধু চোখের পাতায় স্বপ্ন
ছুঁয়ে যায় ,চুঁয়ে পরে ইচ্ছে ডানায় ভর করে।

ইচ্ছে তুই করতেই পারিস
যেমন খুশি বাঁচতে পারিস।
আকাশের নীল কেড়ে নিয়ে
নিজেকে জড়িয়ে নিতে পারিস।

সবুজ রঙের স্বপ্ন নদী
তার উপরে স্বপ্ন ঘর।
তুই প্রেমের হাত ধরে
নিজেকে তুই মেলে ধর।

গোলাপ পাতার বিছানা তোর
চারপাশে তো হাসি মুখ।
ব্যস্ত পৃথিবী ভুলে গিয়ে
মুছে দে তুই অন্তর দুঃখ।

ইচ্ছে হলো বৃষ্টির মত
কারোর মানা শোনে না , ঝরে পরে সে অবেলায়
হৃদয় বেয়ে ,হৃদয় জুড়ে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...