Sunday, January 5, 2014

rishi026@gmail.com


তোমার দুঃখ
........... ঋষি

তোমার ছাই চাপা দুঃখ গুলো
আমি দেখিনি ভিনদেশী নক্ষত্রদের ঝরে পরায়।
আমি যখন ফেরি করি দুঃখ
তখন তোমার জমা শেওলা রঙের দুঃখগুলো
আমার চোখ এড়িয়ে যায় ।
কি করবো বলো ?
আমি দুঃখের ফেরিওয়ালা, দুঃখ নিয়ে ওঠা বসা
সেখানে তোমার বানানো রঙিন দুঃখগুলো
কোনো দাম নেই আমার কাছে।
তুমিই বলো
কি ভাবে নিজেকে রাঙায় তাতে।

রোজ দিনে রাতে আমি দুঃখ নিয়ে ঘুরি
বেচি কিনি দুঃখ।
কিন্তু কি জানো
তোমার দুঃখ গুলো এত সস্তা যে
সেগুলি আমি নিজের করে নিতে পারি না।
আর আমার পসরার দুঃখগুলো
নিজের করবার ক্ষমতা তোমার নেই।
তাই তুমি দুঃখে থাকো
আর তা আমার চোখে পরে না।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...