Thursday, January 30, 2014

RISHI026@GMAIL.COM

মনের আয়না
............... ঋষি

আয়নার সামনে তুমি থেকো না
কি দেখবে ওখানে ?
তোমার রূপ ।
সে তো চিরদিনের নয়
মরছে পড়বে, কুঁচকে যাবে ,
বদলে যাবে সময়ের সাথে ।
বারে বারে বলি আয়নার সামনে দাঁড়িয়ে থেকো না
কোনও লাভ নেই।

যদি দেখতে হয় দেখো হৃদয় জানলার বাইরে ।
খোঁজো নিজেকে সেখানে
খোঁজো তোমার অন্তরের রূপ ।
যদি দাঁড়াতেই হয়
দাঁড়াও নিঝঞ্ঝাট সময়ের বাইরে ।
মাপবে কতোটা পবিত্র তুমি
ওটাই তো তোমার আসল রূপ ।
বারে বারে বলি মনের  জানলা বন্ধ রেখো না ।

তাহলে হারিয়ে যাবে
তোমাকে খুঁজবে না কেউ ,
আয়নার সামনে তুমি থেকো না ।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...