Thursday, January 30, 2014

RISHI026@GMAIL.COM

মনের আয়না
............... ঋষি

আয়নার সামনে তুমি থেকো না
কি দেখবে ওখানে ?
তোমার রূপ ।
সে তো চিরদিনের নয়
মরছে পড়বে, কুঁচকে যাবে ,
বদলে যাবে সময়ের সাথে ।
বারে বারে বলি আয়নার সামনে দাঁড়িয়ে থেকো না
কোনও লাভ নেই।

যদি দেখতে হয় দেখো হৃদয় জানলার বাইরে ।
খোঁজো নিজেকে সেখানে
খোঁজো তোমার অন্তরের রূপ ।
যদি দাঁড়াতেই হয়
দাঁড়াও নিঝঞ্ঝাট সময়ের বাইরে ।
মাপবে কতোটা পবিত্র তুমি
ওটাই তো তোমার আসল রূপ ।
বারে বারে বলি মনের  জানলা বন্ধ রেখো না ।

তাহলে হারিয়ে যাবে
তোমাকে খুঁজবে না কেউ ,
আয়নার সামনে তুমি থেকো না ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...