Friday, January 31, 2014

RISHI026@GMAIL.COM

কাকে খোঁজে মন
............ ঋষি

বাসে ট্রামে দিনে রাতে
কাকে খুঁজি ।
সকালের ঘুম ভাঙা আদুরে স্পর্শে
কাকে খুঁজি ।
কাকে খুঁজি আমি বিকেলের ময়দানে
আবছা অন্ধকারে ।

একবার বলও  তুমি জানো না
শুধু একবার তুমি আমার চোখের স্বপ্নে চান করো ।
কথা দিলাম তোমায় দেখবো না নগ্ন আমি
তোমাকে জড়াবো না আমি লতার মত ।

শুধু দেখবে তোমাকে আমার চোখে
তাপরও বলতে পারবে তুমি জানো না ?
কার সম্বলে এ জীবন বাঁচে
কাকে খোঁজে মন দিনে রাতে ।
এখনও যদি না বোঝো
তবে বলবো না কোনদিন
কাকে খোঁজে মন আর কাকে ভালোবাসে ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...