Friday, January 31, 2014

RISHI026@GMAIL.COM

কাকে খোঁজে মন
............ ঋষি

বাসে ট্রামে দিনে রাতে
কাকে খুঁজি ।
সকালের ঘুম ভাঙা আদুরে স্পর্শে
কাকে খুঁজি ।
কাকে খুঁজি আমি বিকেলের ময়দানে
আবছা অন্ধকারে ।

একবার বলও  তুমি জানো না
শুধু একবার তুমি আমার চোখের স্বপ্নে চান করো ।
কথা দিলাম তোমায় দেখবো না নগ্ন আমি
তোমাকে জড়াবো না আমি লতার মত ।

শুধু দেখবে তোমাকে আমার চোখে
তাপরও বলতে পারবে তুমি জানো না ?
কার সম্বলে এ জীবন বাঁচে
কাকে খোঁজে মন দিনে রাতে ।
এখনও যদি না বোঝো
তবে বলবো না কোনদিন
কাকে খোঁজে মন আর কাকে ভালোবাসে ।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...