Monday, January 20, 2014

RISHI026@GMAIL.COM

আজকের বিশেষ খবর
.........ঋষি
মনখারাপের কফি কাপে চুমুক
গড়ানো ব্যালকুনিতে অস্থির আলো।
আর আজকের বিশেষ বিশেষ খবর
তুমি জানো ঠিক
ক্ষতগুলো সব কতোটা  ধারালো ।

এক নয়নে মহাদেবের চোখে
আজ সর্ষেফুল ।।
দুলছে সময় ,ভাঙছে হৃদয়ের পার
আমি নির্বিঘ্নে বলি তুমি মূর্তিমান
আর আমি দোদুল্যমান এপার

না না আজ শুধু কি  নতুন নাকি
চলছে চলবে রোজ ।
মিছরির ছুড়ি ,চামড়ায় লঙ্কা
আর আসলে খবর
শান্তির লবডঙ্কা ।

মনখারাপের শূন্য কাপে বাসা
দুরে থেকে যে এতো ভালোবাসা ।
সময়ের ছুঁড়ি গড়িয়ে বুড়ি
কাছের মানুষ হৃদয় ফানুস
আর শূন্য এই ভালোবাসা ।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...