Thursday, January 16, 2014

rishi026@gmail.com

এখন সবে ত্রিশ
,,,,,,ঋষি

পা বাড়িয়ে সাতান্ন আর আটান্ন
তবে এখন সবে ত্রিশ
অনেকগুলো অলংকৃত সংখ্যার চলে যাওয়া
ভালো ভাবে বলি বছর সব
তবে আমি এখন ত্রিশ

নিরেট ভৌগলিক দুরত্বের হিসেবে
সুমেরু কমেরুকে দড়ি দিয়ে টেনে যদি জুড়ে দি
তবে কেমনতর পৃথিবী আমার
কেমন যেন ছিন্নভিন্ন
এ জীবনে জন্ম আমার

পথের উপরে আঁকিবুকি সূর্য প্রনাম পবিত্রতায়
আমি ধার্মিক নয় ,নয় দার্শনিক ,খুব সাধারণ কেঁচোর আঁধারে
এভাবেই তো কাটিয়ে দিলাম ত্রিশ বছর
অন্ধকারে, অন্ধকারে
পা বাড়িয়ে সাতান্ন আর আটান্ন 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...