Friday, January 1, 2021

নির্বাসন

 


“I am from there. I am from here.

I am not there and I am not here”

.

আমাকে আরেকটু একা  হতে হবে 

একা হতে হবে নিজের সাথে 

বর্ষশেষের বনফায়ার  ,নিভে যাওয়া আরেকটা বছর 

৩৬৫ সংখ্যার একটা নালিশ। 

.

ফিরি নি জানো 

বরং একটা সুড়ঙ্গ খুঁড়ে পৌঁছে গেছি তোমার হৃৎপিণ্ডের গভীরে 

বুঝি নি কিছুতেই এই তিলোত্তমার চোখ ধাঁধানো আলো 

আসলে মানুষ ভোলাবার তাল ,

আমি মানুষ হতে পারি নি 

তাই ঘড়ির কাঁটায় রাত বারোটায় রোজ আমি

ড্রাকুলা  হয়ে যায়। 

.

মুখোমুখি বসে আছি আমি আর ২০২১

নতুন কিছু নয় 

বছর শুরুর সেলফিতে আমি কোথাও নেই চিরদিন ,

শুধু চলন্তিকা জানে 

এই বুকের বাগান শুয়ে মৃত আটত্রিশটা বছর। 

শোক না ,দুঃখ না 

হঠাৎ নিরুদ্দেশের খাতায় একটা মানুষ অবিকল আমার মতো 

হেঁটে চলে এই শহরের প্রতিটা গল্পের খাতায় ,

মৃত সময়ের ভিড়ে যেন একটা জীবন্ত লাশ কথা বলে 

আমার মতো হেঁটে বেড়ায় মাতাল , চরিত্রহীন ,লম্পট একটা অমানুষ

মানুষের ভূমিকায়। 

তুমি বোঝ আমি জানি চলন্তিকা 

আমার বুকেও আগুন জ্বলে ,

পুড়ে যায় সাজানো সফরে আমার অজস্র দিন কবিতার খাতায় ,

তবু দুঃখ নেই চলন্তিকা ,তবুও কোন কষ্ট নেই 

শুধু আছে কিছু অভিশপ্ত নির্বাসন আমার গভীরে।  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...