Tuesday, January 5, 2021

পুরুষ চেয়ে আছে চলন্তিকা

 



পুরুষ চেয়ে আছে চলন্তিকা 

... ঋষি 


পুরুষ চেয়ে আছে চলন্তিকা 

আজকাল তো শাড়ি পড়া সেই মহিলাকে আমি দেখতে চাই না 

দেখতে চাই  কথায় কথায় বুকের আঁচল খসানো সেই মহিলাকে ,

সত্যি বলতে কি সভ্যতা এখন নগ্নতায় 

আর নগ্নতা দাঁড়িয়ে 

প্রতিদিনকার ধর্ষিত নারীদের কাঠগড়ায়। 

.

কাঠগড়া কেন ?

পুরুষ চেয়ে আছে চলন্তিকা 

সত্যি বলতে কি বিজ্ঞাপনী নারী আজকাল সংসারের থেকে প্রিয় সকলের 

প্রিয় সকলের নগ্ন নিতম্ব ,নগ্ন তমসা ,নগ্ন স্তন আল্পসের মুখ 

জল খসে যায় যখন তখন 

এই সভ্যতায় নারী আটলান্টিকের সেই জাহাজ 

সকলেই নাবিক হতে চায়। 

.

এ সব কথা লিখেছি বারংবার 

তন্নতন্ন করে  চেটে  ফেলেছে পুরুষ পাথরে গা 

আকাশের ঠোঁট ,মেঘেদের ত্বক এসব তথ্য কথা প্রচুর পুরোনো 

পুরোনো কৃষ্ণের হাতে ঝুল ধরা বাঁশি 

আর মুগ্ধতা চায় না কেউ চলন্তিকা। 

পুরুষ চেয়ে আছে চলন্তিকা 

শাস্ত্রের মন নেই ,সময়ের শ্বাস নেই 

নতুন অভ্যাস ,

এই সভ্যতায় পুরুষ শব্দটা দাঁড়িয়ে হিসেবের বাইরে 

আর নারী শব্দটা পুরোনো প্রাচীন নোংরা জমা ডোবা 

এর বাইরে ছবিটা আঁকতে চাই না কেউ 

সত্যি বলতে কি চলন্তিকা কেউ পাথর ভাঙে স্থাপত্য 

নার আর কেউ তৈরী করতে চায় না। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...