অঘোষিত
.. ঋষি
তুমি, তুমি,তুমি
ভাঙা চোরা ধ্বংস স্থুপের উপর দাঁড়িয়ে পুরুষের সুখ
কান পাতলে শুনি অজস্র হাতছানি
প্রশ্ন রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ গুড়িয়ে কাঁচের টুকড়ো,
সারা শহরে,সারা সভ্যতায়
মৃত অজস্র ছোপ ছোপ ক্লান্ত অফিস ফেরত কারণ।
.
সেই কবে থেকে ভাঙতে চাইছি তোমায়
চায়ের দোকানে, কারফিউ শহরে টেবিল চাপড়ে
প্রকাশ্য জনসভায় তোমার জন্য প্রতিবাদ করেছি তোমার মানহানিতে।
তোমার ধবংসের জন্য
ভাঙতে পারি নি তোমায়
শুধু সময়ের শরীরে বহুচর্চিত ভালোবাসার মেদ বেড়েছে।
.
ধর্মতলার লেলিনের স্ট্যাচুতে
মৃত আমার শহর, একটা প্রতিবাদ শেষ হয়ে যায় দীর্ঘশ্বাসে,
আসলে আমরা ঈশ্বরকে বেওয়ারিশ শরীরে বসিয়ে
বিশ্বাস করি নারীকে,
মুখ থুবড়ে পড়ি বারংবার সেই নারী জংঘায়।
মাঝে মাঝে ভাবি তোমায় নিয়ে ধ্বংস লিখি
তবুও তোমার ঠোঁটের বরফ গলে গিয়ে মোম জ্বালা
ঋতু বদলায়
আমি তোমার শরীরে উঠে দাঁড়িয়ে পুঁতে দি
বিজয় মিছিল
তবুও কেন জানি ফিরে যায় তোমার কাছে
ভাঙতে পারি না তোমায়
শুধু শহরটা গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে যায় চোখের পাতায়।
No comments:
Post a Comment