Sunday, January 31, 2021

পরিযায়ী

 


পরিযায়ী 

.... ঋষি 


কেউই একাকী একটি পরিত্যক্ত নিয়ম  নয়;

প্রত্যেকে  মানুষ,

সময়ের একটি অংশ ,কিংবা একটা সমগ্র উপন্যাস 

কোনোদিন কোন মানুষের জীবন হতে পারে না ,

হতে পারে মুহূর্তের ভিড় 

কিংবা একলা সময়। 

.

এক খন্ড চরাচর যখন সমুদ্রের জলে ভেঙে পরে 

ধুস জীবন শেষ হয় নাকি 

হয়তো একটা এলাকা হারিয়ে যায় কিংবা অধিকার। 

আসলে মৃত্যুর থেকে বড় পরিচয় আর জন্মের থেকে গভীর শিক্ষা 

ঈশ্বরের ছিল না কোনোদিন 

ঈশ্বরের শুধু আছে দুটো বিশাল বড় চোখ। 

.

ফিরে আসি মাটিতে এবার 

ফিরে আসি তোমার বুকের গভীরে শুয়ে থাকা মানুষের দুঃখে চলন্তিকা ,

দুঃখ শব্দটা আসলে ভাবনার মুহূর্ত 

মুহূর্ত ফুরিয়ে যায় ,

ভাবনার আঙিনায় কয়েকটা চড়াই বসে খুঁটে খায় 

ঠিক সেটাই জীবন।

তুমি তাকিয়ে দেখো দূরে চিনতে পারবে এই গ্রহে প্রতিটা মানুষ দুঃখী 

তুমি ভেবে দেখো সুদূর সুমেরি থেকে পাখিগুলো প্রতিবারে আসে নিয়ম করে 

সাথেআনে বরফে মোড়া দুঃখ ,

বরফ গলে যায় ,সময় প্রথাগত নিয়মে মলম লাগাই 

প্রত্যেকেই বাঁচে 

শুধু হয়তো বাঁচার পরিচয়টা বদলে যায়।   


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...