Saturday, January 23, 2021

সময়ের রঙ




সময়ের রঙ
... ঋষি 

এই সব ভাবনার দেওয়াল নয়
চলন্তিকা বলে জীবনটা তোর শব্দের খেলা নয় 
আমি, তুই নই উপন্যাসের চরিত্র। 
সবটুকু আঙুল থেকে ঝরে যাওয়া সময়ের বালি 
ইত্যাদি, প্রভৃতি, যদি, কেন র উপর নির্ভরশীল 
সময় কাটানো। 
.
এই সব শুধু শব্দের হেঁয়ালি 
চলন্তিকা বলে জানি না ভালোবাসার মানে 
আমি, তুই নই সমগোত্রীয় দুটি পা হাঁটি হাঁটি জীবন 
একলা কেটে যা। 
যন্ত্রনা,মন্ত্রনা, খিদে, বেঁচে আছির উপর দাঁড়িয়ে 
অনবরত দিনরাত। 
.
এই সব ভালো লাগা মুহুর্তের ভিড় 
এই সব হলো পায়ে পায়ে জল, তোমার কোমল ছায়া আখরোট ঠোঁট 
এই সব নির্জন কোলাহল, রাস্তার ভান
শরীরের চামড়ায় কেটে চলা রিংটোন বাঁচার প্রমান। 
এই সব সময়ের ঈশারা 
উদাসীন বৃষ্টির জলে বাৎস্যায়ন লেখা মেঘলা আঁচল 
এই সব হারিয়ে যাওয়া, ফিরে আসা
প্রেমিকের চিৎকার, সাইকেলের ভাষা, 
এসব কাজে অকাজে এসরাজের ঢেউ, আগুনে পা
হাঁটি হাঁটি ফিরে যা
জড়ানো মুহুর্ত উপন্যাসের প্রথম পাতা তুমি 
তারপর যখন শেষ, শেষ পাতা 
তুমি। 
.
পুনশ্চ, শব্দের পৃথিবীতে রক্তাক্ত জীবনের পতাকা 
সত্যি বাইনেকুলারে দেখা 
আমাদের উপস্থিতি সময়ে রঙে। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...