Thursday, January 7, 2021

জলছবি




 জলছবি 

... ঋষি 

বিগত আর আগতের মাঝে এক পৃথিবী  দূরত্ব 

তবু অজুহাতে ফেবিকলকা মজবুত জোর। 

শহরের আয়নায় কেউ কারো মুখ দেখে না 

তবু টিভি পর্দায় সাসভি কভি বহু থি টি আর পি তে,

পৃথিবীটা মোমের তৈরী হলে বেশ হতো 

তবে গৃহস্থের কাছে একটা অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকতো। 

 প্রেমিকের বুকে বন্দি পাখি 

তুমি আকাশ দিলে ক্লান্তি আর খাঁচায় মৃত্যু 

প্রেমিকার আঁচল আধুনিক কবিতার কাব্য গ্রন্থ 

আর পৃথিবীর আঁচল ফুটো ফাটা লঙ্গরখানা। 

এই সব কাদা মাটি শোক আমায় হতাশ করে না 

শুধু মায়ের দুধের গল্পটা চিরস্থায়ী একটা দুঃখ। 

আলনার আড়ালে লুকিয়ে থাকে নগ্নতা 

মানুষগুলো শুধু শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত। 

দিনগুলো পানাপুকুরের মতো একলা দাঁড়িয়ে থাকে 

কিন্তু খিদের লোভ মানুষগুলোকে মাছ করে দেয়। 

মাঝদরিয়ায় বয়স দাঁড়িয়ে ভাবে পাড়ের দুঃখ 

অথচ সময় ভুলে যায় পায়ের তলায় জল সকলের। 

১০

একটা নিশ্চিন্ত গল্পের আশায় সময়ের ভিক্ষাবৃত্তি 

আর তুমি ব্যস্ত চিরকাল সময়ের জলছবিতে। 


No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...