Tuesday, January 5, 2021

একটা জীবন ঈশ্বরের





একটা জীবন  ঈশ্বরের 
... ঋষি 

ধীরে ধীরে দরজা বন্ধ হয়ে যাচ্ছে
বিকেলের পাখিরা বাড়ি ফিরে আসছে প্রতিদিনকার নিয়মে, 
গভীর ভাবনার রেষারেষি অন্ধকার নিয়মে 
আকাশের গল্পে প্রাচীন ফষ্টিনষ্টি। 
ট্রেন থামছে না স্টেশনে 
শুধু তোর মাথার ভিতর অনবরত আপ- ডাউন জীবন। 
.
তোর স্তনে পাখির আকাশ রাখলাম
তোর শরীর জুড়ে আমার শব্দরা প্রেমের অসুখ, 
ভাষা বদলাবার শোক 
উদযাপন কোন এক অন্যদিনে তোর হাত ধরে পালাবো 
পালাবো বয়সকে পিছনে ফেলে 
খেলনাবাটি না, সেদিন পাখিদের আকাশ আমাদের সংসার।
ধীরে ধীরে দরজা বন্ধ হয়ে যাচ্ছে 
নারী চরিত্রে মিশে আছে সময়ের ঘড়ি 
তারপর হাজারো সাবান, স্নো, পাউডার, লিপস্টিক, গভীর অন্তর্বাস। 
শৈশবের গভীর রং 
চা পাতা রঙের সংসার এক কাপ সকালের চায়ে 
ফিরে আসি জন্মে 
নারী শব্দটা সময়ের শরীরে একটা জন্মস্থান। 
তোকে আমি দেখতে পাচ্ছি এখন 
শান্তির ঘুমে
আমি জলের তলায় খুব গভীরে একটা শেওলা ধরা শরীর,
তোর সময়ে শেওলা আঁকছি 
আর আমার স্টেথোস্কোপ  কাঁধে একটা জীবন ঈশ্বরের ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...