Friday, January 1, 2021

তোর চোখ



তোর চোখ 
.. ঋষি 
.
কি সহজে চোখের পাতা পড়ে
অদ্ভুত স্মরন 
নির্ভরতা তোর চোখ গুলো গভীর জলে, 
অদ্ভুত আলাপচারিতা হঠাৎ দিন বদলে গিয়ে দাঁড়ায় 
শুকনো পাতা মোড়া বুককেশের খাঁচায় 
পুরনো বই তোর মতো ধুলো আর ভাবনায়। 
.
চোখ 
একটা আয়োজন , খানিক দর্শন, দ্রবীভুত স্বভাব, 
অভাবে লেখা গোটা একটা জীবন 
না বলা স্বপ্নদের সাথে সহবাস। 
তুই বিশ্বাস  কর চলন্তিকা
এই পৃথিবীতে মানুষের চোখ কথা বলে অক্লান্ত। 
.
বহুদিন সে চোখ খুঁজেছি আমি
বহুদিন বেঁচে থাকার লোভ অজানা আমাতে
অজানা নির্বাসনে বাসা বেঁধে তোর চোখে।
কৈলাশ থেকে তিব্বত তোর চোখে লেগে কোন অজানা আজানের সকাল
ধর্ম, বাক্য, ব্যয় 
সবটাই ভীষন নিমরাজি ও চোখে, 
আমি চালচুলাহীন কোন বিকেলবেলায় একলা রৌদ্র শীতের আছিলায় 
ছুঁয়ে যাই
জানি মনে পড়ে আমায় 
জানি মনে পড়ে কিছু অক্লান্ত স্মৃতিভীড়ে পাহাড়ি সন্ধ্যায়। 
আমি তুই কাব্য 
আর কাব্যে লেখা অখন্ড বচন রবীন্দ্রনাথ 
" প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস—
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। "

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...