Sunday, January 17, 2021

রামকিঙ্করের চোখ

 


রামকিঙ্করের চোখ 

... ঋষি 

.

আজ দিনটা ভালো থাকতে পারছি না 

নিজে ভালো থাকাটা একটা আর্ট সময়ের স্থাপত্যে ,

একটা খামখেয়ালি ভাবনায় 

কুঁড়ে কুঁড়ে কুটুর কুটুর রামকিঙ্করের চোখ বুকের বাজনায় 

আহা অদ্ভুত 

এমনটা দেখিনি আগে ।

.

স্থাপত্য খুঁড়ে ফেলাটা শিল্প না 

এনসাইক্লোপিডিয়া বলে আবিষ্কার আর শিল্পের মাঝে তফাৎ আছে 

তফাৎ আছে শিল্পী আর পাথরের ফাঁকে ,

আমি ভাঙছি 

কুঁড়ে কুঁড়ে কুটুর কুটুর রামকিঙ্কর আজ তোমাকে চায় 

পাথুরে প্রেম 

পাথুরে চোখ 

আর সম্পর্ক ,ধুস বেওয়ারিশ কিছু ভাবনায়। 

.

ভালো থাকতে পারছি না 

প্রতিটি গান ভালবাসার টানাপোড়েন উঁচু নিচু পাহাড়ি সভ্যতা ,

প্রতিটি তারা থেমে থাকা সময় 

অজস্র বানান ভুলে ,

প্রতিটি দীর্ঘশ্বাস চিৎকারের সময়ের নীরবতা। 

খোঁজ ছিল না  জ্ঞান বা ছায়া কিংবা পরিসর 

মুক্তি 

শরীরের সীমানা আর স্বপ্ন

নিস্তব্ধে ছুঁয়ে যাও তুমি আমার অজস্র মুহূর্তের কথোপকথনে। 

.

আমার হাতে ছেনি ,হাতুড়ি 

কুঁড়ে কুঁড়ে কুটুর কুটুর রামকিঙ্করের চোখ বুকের বাজনায়

ভালো থাকাটা একটা আর্ট 

একটা ভাস্কর্য 

শান্তিনিকেতনের কোনো ভোরবেলায় একজন আগুনের পুরুষের বুকে 

নারীর খোঁজ 

শান্তি 

বুক ভাঙছে এবার। 

 

 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...