ক্রমশ প্রকাশিত
.... ঋষি
জন্ম মানুষের ভাবনায় গভীর আনন্দের খোঁজ
আর মৃত্যু পাথরের বিছানায় শুয়ে থাকা সেই আদিমানব
যার কাছে পৃথিবী অর্থহীন ,
অনবরত রাত হচ্ছে
অনবরত দিন হচ্ছে
দরজা থেকে ফিরে যাচ্ছে দমকা হাওয়ায় লেখা মানুষের অগনতি স্মৃতি
.
বেড়ে চলা বয়স
স্ক্যান্ডালে জুড়তে থাকা দেশ বনাম শহর ,
রাজনীতি
বিষাদের দুনিয়ায় মানুষের অক্ষম বিচার।
ক্রমশ প্রকাশিত
আমার গায়ে গন্ডারের চামড়া অন্য মানুষের মতো।
জানি না
লোভ কুষ্ঠের থেকেও চাইতেও ভয়ংকর এক প্রগতির নাম
পলিথিন চাইতেও ক্ষতিকর যদি কিছু থাকে
সাজানো হাসি মানুষের।
ব্যর্থ ভাবনারা সমুদ্র চঞ্চল করে
চার ইঞ্চির মুঠোফোনে হঠাৎ ভেসে ওঠে প্রেয়সীর নাম ,
সঙ্গম ভাজতে ভাজতে ভিজে যায় চাঁদের চাদরে কালো দাগ।
মাংসাশী দাবানল
সময় জানে হৃদয় থেকে নেমে আসা বাঁচাগুলো মানুষের মৃত্যুর কারণ
আর গলিত লাভায় দুঃখের যোগফল,
বহুকাল নিষিদ্ধ থাকতে থাকতে তসলিমাও হারিয়ে যায়
শুধু সৃষ্টি লেখা থাকে পাথরের হৃদয়ে
স্ক্যান্ডালে সময় জড়ালেও
জন্ম পুরোনো হলেও ইতিহাস বদলায় না।
No comments:
Post a Comment