Thursday, January 7, 2021

জোনাকি

 জোনাকি 

... ঋষি 


শীত  চলে যাচ্ছে মেরুতে 

এবারও আত্মহত্যা করার জন্য একটা  সুযোগ অন্তত পাবো 

একবার হয়তো বারুদের গন্ধে নিজেকে শোনানো যাবে এবার  দিন শেষের কাব্য ,

অথচ চলন্তিকা তুমি জলের উপর দাঁড়িয়ে 

ক্রমশ ভিজে যাচ্ছো কর্তব্য নিয়ে টাইটানিকের সুখে 

আমিও সুখী তাই আমার আত্মহত্যায়।  

.

খসে পড়া শাড়ির আঁচলে পুরুষের চোখের তৃপ্তি 

তাই তো আজকাল দেশের পতাকার লজ্জা পায় না 

নিলজ্জ কবিতায়। 

দূরত্ব বাড়ছে জানি আমার হাতের থাবা আর তোমার ভারাক্রন্ত স্তনের

দূরত্ব বাড়ছে যেমন পৃথিবীর বাবা আর মায়ের 

তাইতো বর্তমান গল্পে শিশুরা পরিচয়হীন।  

.

কলমের বয়স হচ্ছে আমার 

কবিতার পাতার  চারপাশটা ধীরে ধীরে বোধহয় আলো হারাচ্ছে ,

চাঁদ কাটা মানুষগুলো অন্ধকারে আমার মতো জোনাকির খোঁজে 

নিঃস্ব ক্রমশ,

বিপ্লব যদি জোনাকি  হয় 

তবে বিপ্লবী শিশ্নে আজকাল সময়ের কুপ্রস্তাব। 

হরেক রঙ বাজারি যেখানে 

হাজারো গল্পের শেষটা তখন তুমি নাই বা জানলে চলন্তিকা,

তখন তুমি নাই বা এলে চেনা পরিচয়ের বাইরে 

আসলে প্রেমিক কবির থেকে 

এখন যে শিশ্নের মধ্যাহ্নে তোমার বর্ণপরিচয় 

ভ্যানগগের তুলিতে তখন কেমন যেন অচেনা মানুষ।  



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...