Sunday, January 10, 2021

অতৃপ্তি

 অতৃপ্তি 

... ঋষি 


আমরা এমন করে বাঁচিনি  এখনো যে এটা  হয়ে যাবে একটা জীবন 

আমরা  জীবনের এর কাছে এসেছি

তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। 

জ্বলন্ত বালিতে খুঁড়িয়ে চলছি  সূর্য-আগুনে চোখ বাঁধা আইনী বাতিঘরে

আলো জ্বলছে 

তবু অন্ধকারে আমরা ক্রমশ হাতড়াচ্ছি জীবনের মতো কিছু , 

.

আমরা পৃথিবীকে বিচ্ছিন্ন করে দিয়েছি

আলাদা দ্বীপের মতো ষড়যন্ত্রে 

প্যারিসের সেই নদী থেকে আমাদের গঙ্গাকে আমরা আলাদা করেছি 

আলাদা করেছি কৃষাঙ্গ আর সাদা ওয়াইট হাউসকে 

যতক্ষণ না পর্যন্ত  আমাদের হাতের হাড় বের হয়ে আসছে

সাদা হয়ে পড়ছে আমাদের মাথার চুল 

আমরা সযত্নে পৃথিবীকে টুকরো করছি ব্রেকফাস্টের টেবিলে। 

.

যখন ঈশ্বর জলের কাছে পৌঁছলেন আমরা বললাম

চলো এখানে বিশ্রাম করি 

যখন ঈশ্বর জীবনের কাছে পৌঁছলেন 

তখন আমরা বললাম চলুন দৌড়োয় খুব জোড়ে 

দৌড়োবো জীবন ভর। 

আমরা এমন করে বাঁচিনি  এখনো যে এটা  হয়ে যাবে একটা জীবন 

আমরা সুখের খোঁজে গেঁথে চলেছি হাজারো পাঁচিল 

তবু ঘর তৈরী করতে পারি নি 

শুধু হাজারো শতাব্দী তাকিয়ে আছি সুখের খোঁজে 

তাই আমাদের কঙ্কাল  হাতে এখন 

বন্দুক 

বোমা 

আর 

অতৃপ্তি

আর ঈশ্বর শুধু একটা কারণ এখানে । 



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...