Friday, January 29, 2021

সাঁজবাতি

সাঁজবাতি 
... ঋষি 
.
খুনি ইতিহাস লিখবো না
লিখবো না আইভরি রঙের স্বপ্নে দিন গোনা, 
গতকাল ছিল যেখানে, সেখানে কথা ছিল না ব্যর্থ রিংটোনে 
আজ হয়তো কথা হবে, কিন্তু বয়সের আতরে আরেকটু এগিয়ে আমরা।
চলন্তিকা হৃদয় জানে 
তুমি নীরার শহরে একলা সুবিনয়। 
.
শহরে তেমন আর ঘাস নেই 
রাস্তার ধারে জংলায় শুয়ে থাকে আদিম ইচ্ছা,
এশহরে মন পাওয়া কঠিন 
তবুও এ শহরের ধুলো আবর্জনা সরিয়ে উঠে আসে দুজোড়া পা, 
এ শহরে আকাশ নেই জানি 
তবু সাঁজবাতি নিভে গেকে ছাদের উপর দুষিত আকাশ থাকে। 
.
ওরা পাশাপাশি হাঁটে 
সময়ের শহরে হেসে ওঠে গড়েরমাঠ, বসন্ত আসে, 
ওরা পাশাপাশি পার্কের বেঞ্চে বসে 
শহরের গভীরে সপ্নরা হাজার রঙের তুলিতে জীবন হাসে, 
ওরা কথা বলে
কথা বলে শহরের জনঅরণ্যে গৃহস্থের কিছু স্বপ্ন রোগ। 
কিভাবে সময় ফুরিয়ে যায় 
ভালোবাসা ভাষা পায় গঙ্গা  নদীর জলে, 
এ শহরে বিষাদ আছে, আছে নদী তাই 
ভালো আছি, নিজেকে মিথ্যে বুঝিয়েও ওরা ভালো থাকে 
ভালোবেসে যায় অদ্ভুত সম্মোহনে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...