Sound of silent
.. ঋষি
.
মানুষ ভালোবাসলে পাখি হয়ে যায়
আর ভালোবাসা মরে গেলে ঈশ্বর কিংবা শয়তান দুটোর একটা
বস্তুত তোর কাছে শোনা
ঈশ্বর আর শয়তান একই কয়েনের দুটো পিঠ ,
শুধু মাধুর্য বদলায়
বদলায় পৃথিবীর সুরে বেওয়ারিশ ভায়োলিনের সুর নেশার খাঁচায়।
.
Sound of silent
অদ্ভুত এক অভিব্যক্তি পরে আছে আমাদের আগামীর গল্পে ,
পা টিপে এগিয়ে চলা ভবিষ্যৎ নির্ঘুম রাতে
কান পেতে রেলগাড়ির লাইনে ,
আসছে
আসছে বোধহয়
খাঁচার পাখি আকাশ খোলা জানলায়।
.
শুনছি এই সব নারীরা নাকি ভালোবাসলে শাড়ী পড়তে চায়
ময়ূরপঙ্খী রঙের স্বপ্ন ,গরম ভাতের হাঁড়ি ,নরম বিছানার আর আদর
তারপর একটা সময় হন্তদন্ত হয়ে ছুটে আসে
সময়ের দরজায় তখন খান খান বুক।
সত্যি বলছি এটা কোনো পাখির কবিতা নয়
এটা কোনো ভালোবাসার কবিতা নয়
কারণ ভালোবাসলে অভিমান হয় ,ইচ্ছে হয় হিসেবে ভেঙে আঠারোয় দাঁড়াতে।
এমন হিসেবে মেনে কি সত্যি ভালোবাসা যায় ?
.
আমিও তোর মতো আজকাল নিস্তব্ধতার পায়ের শব্দ শুনি
রোজ রাতে আমার বুকের উপর অজস্র ট্রেনের আসা যাওয়া
অজস্র স্টেশন
স্টেশন বদলায় ঠিক কিন্তু জীবন ?
পাখি হতে চাই ,পাখি ।
No comments:
Post a Comment